ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ, সরকারের সুদৃষ্টি কামনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫

সম্পত্তি রক্ষায় ন্যায়বিচার পাওয়ার জন্য অন্তবর্তী সরকারের সুদৃষ্টি প্রার্থনা করেছেন বেলজিয়াম প্রবাসী সোনিয়া আক্তার।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার বলেন, গত দুই যুগ ধরে আমি ৩ মেয়েসহ বেলজিয়ামে বসবাস করে আসছি। আমার স্বামী মো. আলমগীর হোসেন জীবিত অবস্থায় মজিদ টেক্সটাইল মিলস লিমিটেড থেকে ২০০২ সালে নারায়ণগঞ্জের সুরেশ প্লাজার ৩য় ও ৪র্থ তলার দুটি ফ্লোরের পজিশন ক্রয় করেন। কেনার পর থেকে আমরা যথারীতি ভাড়া সুরেশ চন্দ্র সাহার ছেলে খোকন চন্দ্র সাহা, সুভাষ চন্দ্র সাহা, জীবন চন্দ্র সাহা ও পিন্টু চন্দ্র সাহাকে প্রদান করে আসছি।

সোনিয়া আক্তার আরও বলেন, মা মৃত্যুবরণ করার পর আমার ভাই মাহাবুবুর রহমান ইসমাইল আমাদের স্বাক্ষর জাল করেন। এরপর টিটু সাহেবের নিকট ক্রয়কৃত সম্পদ গোপনে জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রি করে দেন। এ কাজে আমার ভাইকে সহায়তা করেন তারই বন্ধু খোকন চন্দ্র সাহা।

তিনি বলেন, এরপর খোকন চন্দ্র ভাড়া উঠাতে গেলে মাতাল অবস্থায় আমাদের কেয়ারটেকার রাসেলকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। রাসেলকে লাঞ্চিত করার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে। ভাড়া আত্মসাতের বিষয়ে মাহাবুবুর রহমান ইসমাইলের বিরুদ্ধে থানা পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছে আবেদন নিবেদন করেও কোনও প্রতিকার পাওয়া যায়নি।

সোনিয়া আক্তার বলেন, কেয়ারটেকার রাসেলকে ভয়-ভীতি প্রদর্শন ও শারীরিক লাঞ্চিত করাসহ আমাকেও বিভিন্ন হুমকি দিয়েছেন। যেন আমি আমার স্বামীর ক্রয়কৃত সম্পত্তিতে না যাই। তাদের উদ্দেশ্য হলো আমার সম্পত্তি আত্মসাৎ করা।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, সোনিয়া আক্তারের ভাই শামিম ও আহসানুল ইসলাম বাবুল প্রমুখ।

আরএএস/এসআইটি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।