কুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিমানের বিশেষ ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রথম বর্ষের ভর্তি উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের ফিরতি যাত্রা সুন্দর ও উপভোগ্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ উপলক্ষে ১১ জানুয়ারি ঢাকা-যশোর-ঢাকা রুটে একটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান।

শনিবার (৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বিমান জানায়, ১১ জানুয়ারি বিজি-৪৬৭ ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ফিরতি ফ্লাইট যশোর থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

আরও পড়ুন

ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে চারদিন (রোববার, সোমবার, মঙ্গলবার ও শুক্রবার) ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৪টায় এবং যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ৫টা ১৫ মিনিটে।

যাত্রীরা বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, কলসেন্টার ১৩৬৩৬, বিমানের নিজস্ব টিকিট কাউন্টার অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবেন বলে জানিয়েছে বিমান।

১১ জানুয়ারি (শনিবার) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমএমএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।