হাইতির নতুন প্রধানমন্ত্রী ইভান্স পল


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

হাইতির প্রেসিডেন্ট মিশেল মার্টেলি বৃহস্পতিবার দেশটির নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিবিদ ইভান্স পলের নাম ঘোষণা করেছেন। দীর্ঘ বিলম্বিত নির্বাচনকে নিয়ে সৃষ্ট সংকট দূর করতেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন। চলতি মাসের গোড়ার দিকে লরাঁ লামোথির পদত্যাগের পর এই ঘোষণাটি এলো।

বিগত তিন বছরে একটি নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ায় লামোথিকে তার পদ থেকে সরে দাঁড়ানোর জন্য অব্যাহত চাপ আসছিল।

লামোথির এ পদত্যাগের সিদ্ধান্তের কারণে আমেরিকা মহাদেশের দরিদ্রতম দেশটিতে আবার রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়। মার্টেলি এক ডিক্রির মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে পলের নাম ঘোষণা করেন।

দেশটির বিরোধী দলগুলো মার্টেলির পদত্যাগের দাবিতে বেশ কয়েকটি সরকার বিরোধী বিক্ষোভ করেছে। মার্টেলি ১২ জানুয়ারির পর ডিক্রির মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন বলে তারা অভিযোগ করেছে। ১২ জানুয়ারি তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাবে। -খবর এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।