চট্টগ্রামে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে একটি চোরাই মোটরসাইকেলসহ নুর উদ্দিন রিফাত (২৪) নামে যুবককে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে নগরীর চকবাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত বাকলিয়া থানার রাহাত্তরপুল কমিশনার পাড়ার নুরুল ইসলামের ছেলে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে ডিসকভার ব্র্যান্ডের একটি চোরাই মোটরসাইকেলসহ রিফাত নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।