অর্থ আত্মসাৎ

দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ প্রকল্পের প্রকল্প পরিচালক থাকাকালীন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি সুধাংশু শেখর ভদ্র দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় অসৎ উদ্দেশে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ৯১ কোটি ৯৪ লাখ ছয় হাজার ৪৬৫ টাকা আর্থিক ক্ষতিসাধন করেছেন। যার মাধ্যমে তিনি দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরাধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছন।

মামলার এজাহারে আরও বলা হয়, আসামি শর্তভঙ্গ করে প্রকল্পের জন্য ইউপিএসসহ কয়েক হাজার যন্ত্রপাতি কেনেন। সেসব যন্ত্রপাতি ব্যবহারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এর আগে গত বছরের অক্টোবরে প্রকল্পের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাকের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক।

এসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।