পূর্বশত্রুতার জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দ্বীপ নগর এলাকায় মো. মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার দাবি করছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাত ৮ টায় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুকুল শেখের ভাই রাব্বানী শেখ বলেন, আমার ভাই দিনমজুরের কাজ করতেন। গতকাল রাত ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে ওয়াজেদ ফকিরের নেতৃত্বে কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, হালিমসহ ১০ থেকে ১২ জনের একটি দল আমার ভাইয়ের ওপরে লাঠি ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমার ভাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার সেনা চাপরি গ্রামে। তার বাবার নাম মো. দুলাল শেখ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।