মাত্র ৯ সেকেন্ডের দর্শন
আরেকটি স্বর্ণ পদকের জন্য তৈরি হচ্ছেন গতি মানব উসাইন বোল্ট। কমনওয়েলথ গেমসের ট্র্যাকে আরেকবার গতির ঝলক দেখাতে বদ্ধ পরিকর এই ২৭ বছর বয়সী জ্যামাইকান স্প্রিন্টার। তবে এবারের কমনওয়েলথ গেমসে মাত্র ৯ সেকেন্ডের জন্য দেখা যাবে অ্যাথলেটিকসের জনপ্রিয় এই তারকাকে। না, ঠিক ৯ সেকেন্ড নয়, এর চেয়েও কম সময়ের জন্য দেখা মিলবে বোল্টের। গেমস শুরুর দুদিন আগে এমনই সংবাদ দিয়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলো।
স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমসের ২০তম আসর। প্রতিযোগিতার মোট ১৮টি ক্রীড়ায় অংশ নিবে ৭১ দেশের সাড়ে ৪ হাজার ক্রীড়াবিদ। এদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন বোল্ট।
প্রতিযোগিতার ব্যাপ্তি ১১ দিন। তবে উসাইন বোল্টকে দেখা যাবে ৯ সেকেন্ডের কম সময়ের জন্য। কারণ এবারে অ্যাথলেটিকসের মাত্র ১টি ইভেন্টে অংশ নিবেন বিশ্বরেকর্ড গড়া এই স্প্রিন্টার। বোল্ট দৌড়াবেন ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে।