কর্মকর্তাদের শোধরানোর চেষ্টা করতে বললেন ইসি আনোয়ারুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িতরা বিবেকের কাছে প্রশ্ন করে শোধরানোর চেষ্টা করবেন। বর্তমান সময়ে নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি অনুষ্ঠিত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন আনোয়ারুল ইসলাম সরকার।

আরও পড়ুন

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কারও গাফিলতি, অবহেলা, পক্ষপাত ও অদক্ষতার জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। বিগত নির্বাচনের ত্রুটি শনাক্ত করে তা কটিয়ে ওঠার চেষ্টা করতে হবে।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। অনিয়মের সঙ্গে জড়িতরা বিবেকের কাছে প্রশ্ন করে শোধরানোর চেষ্টা করবেন। বর্তমান সময়ে নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এমওএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।