ঢামেকে দালালসহ চোর চক্রের ৪ সদস্য আটক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০২ জানুয়ারি ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দশতলা থেকে কম্পিউটার ও এসির তার চোর চক্রের তিন সদস্যসহ দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। তারা হলেন কম্পিউটার ও এসির তার চোর চক্রের সদস্য মো. দেলোয়ার হোসেন (৪২), মো.কামাল হোসেন(২৭), মো.আবুল কালাম (২৭) ও দালাল চক্রের সদস্য ওমর ফারুক (৩৮)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মো. বাবুল জানান, নতুন ভবনের ওয়ার্ডমাস্টার রিয়াজ উদ্দিন খবর দিলে অপরাধচক্রের চার সদস্যকে আটক করা হয়। পরে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে তাদের সোপর্দ করা হয়।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেন। নতুন ভবনের ওয়ার্ডমাস্টার এ বিষয়ে বাদী হয়ে একটি মামলা করেন। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

কাজী আল-আমিন/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।