ডিবি কার্যালয়ে বিএনপি নেতা আসলাম


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৫ মে ২০১৬

দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসলামকে মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক ডিএমপির ডিবি পুলিশের (উত্তর) টিম।

ডিএমপির ডিবি উত্তরের ডিসি শেখ নাজমুল আলম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক বিএনপি নেতা আসলামকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আসলামের সঙ্গে গাড়িতে থাকা তার এক সহযোগী এবং তার গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি নেতা আসলামের সঙ্গে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির একটি বৈঠক তথ্য পাওয়া গেছে। সরকারকে উৎখাত করতে ওই বৈঠক হয়েছিল কিনা তা জানার চেষ্টা করা হবে।

উল্লেখ্য, ক্ষমতাসীন দল আওয়ামী লীগও দাবি করেছে, সরকার উৎখাতের ষড়যন্ত্র করতেই বৈঠক করেছেন আসলাম। এটা বিএনপির দলীয় এজেন্ডা বলেও দাবি আওয়ামী লীগের।

গত কয়েক দিন ধরে আলোচনার মধ্যে চট্টগ্রামের পুলিশ আসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

জেইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।