ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে দুপুর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

বছরের শুরুতে সারাদেশে শীতের প্রকোপ বেড়েছে। রাতের পাশাপাশি দিনেও রয়েছে শীতের অনুভূতি। আগামী তিনদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। মধ্যরাতে ঘন কুয়াশা পড়ে সেটি অব্যাহত থাকতে পরে দুপুর পর্যন্ত।

আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, এই তিনদিন শীত বেশি থাকবে। তবে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ হতে পারে। আগামী সপ্তাহের দিকে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে। এ সময় হালকা বৃষ্টিও হতে পারে। জানুয়ারীর ১০ তারিখের পর শৈত্যপ্রবাহ তীব্র হতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে, রাজশাহী বিভাগে (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।