মেট্রোরেলের লাইনে ফানুস, রাতভর পরিষ্কার করলো ডিএমটিসিএল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ০১ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

বর্ষবরণ উপলক্ষে মেট্রোরেল লাইনের আশেপাশে ফানুস না ওড়াতে অনুরোধ করেছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কিন্তু ঢাকাবাসী সেই অনুরোধ রাখেনি। ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অগণিত ফানুস ২০২৫ সালের বর্ষবরণ উপলক্ষে আঁচড়ে পড়ে লাইনে।

এসব ফানুস রাতভর পরিষ্কার করে ডিএমটিসিএল। এগুলো অপসারণ করে মেট্রোরেল পরিচালনা করা হয় নির্দিষ্ট সময়ে। এতে করে ক্ষোভ প্রকাশ করেছে ডিএমটিসিএল। একই সঙ্গে বিবেক জাগ্রত করে এমন কাজ না করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন:

ডিএমটিসিএল মহাব্যবস্থাপক (অপারেশন) মহাম্মদ ইফতিখার হোসেন জাগো নিউজকে বলেন, আমরা অনুরোধ করে চিঠি দিলাম ফানুস না ওড়াতে। কিন্তু আমাদের আবেদন রাখা হলো না। বহু ফানুস মেট্রোরেল লাইনের আশেপাশে ওড়ানো হলো এবং লাইনে পড়লো। আমাদের সার্ভিস টিম রাতভর এই ফানুস পরিষ্কার করেছে এবং নির্দিষ্ট সময়ে মেট্রোরেল পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বড় পরিতাপের বিষয় আমাদের কথা অমান্য করা হলো। এদের বিবেক যদি জাগ্রত না হয় তবে পুলিশ দিয়েও ঠেকানো যাবে না।

এমওএস/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।