থার্টিফার্স্ট উদযাপন নিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০১ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা বউবাজার এলাকায় থার্টিফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. হৃদয় (১৯) নামে একজন নিহত এবং সানি (২০) ও হামিম (১৮) নামে দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে হৃদয় নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন এবং সানি ও হামিম নামের দুজন চিকিৎসাধীন রয়েছে।

নিহতের বন্ধু মো. সাব্বির জানান, ফতুল্লায় বউবাজার এলাকায় থার্টিফার্স্ট নাইট অনুষ্ঠান চলাকালে ৭-৮ জনের একটি দল আমাদের ওপর অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে হৃদয়, সানি, হামিমসহ তিনজন গুরুতর আহত হয়। তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে হৃদয়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

কাজী আল-আমিন/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।