রাজধানীতে সোনালী ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগের একটি ফ্ল্যাট থেকে কাজী সুরাইয়া (৫২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) ছিলেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে হাজারীবাগে হিলটন টাওয়ারে একটি ফ্ল্যাটের তৃতীয়তলা থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করি। এরপর দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
তিনি জানান, প্রাথমিকভাবে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি বেশ কিছু দিন আগে তার স্ট্রোক হয়েছিল। তারপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। ঠিকমতো অফিসের কাজ করতে পারছিলেন না তিনি। হয়তোবা এ কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে।
নিহতের ভাই কাজী আব্দুল্লাহ মামুন বলেন, আমার বোন সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিলেন। বেশ কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। স্ট্রোক করার পর থেকে অফিসে ঠিকমতো কাজকর্ম করতে পারতে না। এছাড়া সম্প্রতি আমার বোনের জামাইয়ের সঙ্গে ডিভোর্স হয়ে যায়। নানা বিষয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
কাজী আল-আমিন/এমআরএম/এমএস