বৈদ্যুতিক লাইন বছরে পরীক্ষার নিয়ম থাকলেও ১০ বছরেও করা হয় না
সরকারি, বেসরকারি কিংবা বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না তা দেখতে বছরে অন্তত একবার পরীক্ষা করে দেখার নিয়ম থাকলেও ১০ বছরেও তা করা হয় না। এছাড়া বাজারের বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম ও মানের বৈদ্যুতিক সকেটসহ বিভিন্ন প্রকারের সামগ্রী ব্যবহারের ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পায়।
নিম্নমানের বৈদ্যুতিকসামগ্রী ব্যবহার ও ন্যূনতম পরীক্ষা-নিরীক্ষা না করায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। গত বুধবার মধ্যরাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ে বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক প্রেস ব্রিফিংয়ে বুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী এসব কথা বলেন।
তিনি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী একটা তারের সংযোগ হওয়া উচিত জাংশন টু জাংশন। কিন্তু আমরা অনেক সময় জোড়া তালি দিয়ে থাকি, যা মোটেও উচিত নয়।
সরকারি-বেসরকারি কিংবা পারিবারিক যে কোনো বৈদ্যুতিক তারের সংযোগ নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা-নিরীক্ষা করা উচিত বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
এমআইএইচএস/এমএস