অবসরে যাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি-মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

অবসরে যাচ্ছেন প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব। অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুইজনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. আনোয়ার উল্ল্যাহ এবং পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আনোয়ার উল্ল্যাহ এবং মাহবুবুর রহমান যথাক্রমে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব।

প্রশাসন সংস্কার কমিশনের উপসচিব পুলে পদোন্নতির ক্ষেত্রে কোটা পুনর্বিন্যাসের খসড়া সুপারিশের বিরুদ্ধে সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা গত ২২ ডিসেম্বর সচিবালয়ে নজিরবিহীন অবস্থান কর্মসূচি এবং ২৫ ডিসেম্বর বিয়াম মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন। ২৫ ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।

এর পরিপ্রেক্ষিতে সরকারি আচরণ বিধিমালা লঙ্ঘন করলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকার।

সোমবার (৩১ ডিসেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।