এবার কমলাপুর স্টেশনে ডিসপ্লেতে নীল ছবি, ঘটনা তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
সম্প্রতি কমলাপুর রেলস্টেশনের মনিটরে নীল ছবি ভেসে ওঠে/ছবি সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে কিছুদিন আগে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রলের পর এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে নীল ছবি (অশ্লীল ভিডিও) চলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক স্টেশনে উপস্থিত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল হইচই শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) মধ্যরাতে এমন ঘটনা ঘটে। কমলাপুর স্টেশন সূত্র জানিয়েছে, ওই দিন রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যরা বিব্রত হয়ে পড়েন। উপস্থিত লোকজন মনিটরটি বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে এক পর্যায়ে এক যাত্রী ইটের টুকরা ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, কীভাবে এমন ঘটনা ঘটেছে সেটি জানা নেই। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

তিনি আরও বলেন, এর আগে একবার স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ ভেসে উঠেছিল, যার পর থেকে ওই ডিসপ্লে বোর্ড সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। এবার যে স্ক্রিনে এই বিব্রতকর ভিডিও দেখানো হয়েছে, সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি সহজ ভিনসেন্ট কোম্পানির তৈরি। আমরা ইতোমধ্যে তাদের চিঠি দিয়েছি, যাতে ডিসপ্লেতে কোনো অননুমোদিত কিছু না আসে। তবে এত সুরক্ষার পরও এমন কিছু কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল এবং একজন অপারেটরকে বরখাস্ত করা হয়েছিল। গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনে ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে’ এমন লেখা প্রদর্শন করা হয়েছিল।

এনএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।