মেট্রোরেল লাইনের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
চলমান মেট্রোরেল-৬ লাইন ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ এ এলাকায় ফানুস ওড়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) এক চিঠিতে ঢাকাবাসীর কাছে এ অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া।
ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল উত্তরা-উত্তর হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল অব্যাহত আছে। প্রতিদিন প্রায় সাড়ে তিন লাখ যাত্রী এ রুটে মেট্রোরেলের সেবা নিচ্ছেন।
আরও পড়ুন
উল্লেখ্য, উত্তরা-উত্তর হতে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো চলাচল করে। থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে ওই বস্তু অথবা এর অবশিষ্টাংশ উচ্চ-ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাসহ প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।
এ প্রেক্ষাপটে উত্তরা-উত্তর হতে মতিঝিল পর্যন্ত রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এমওএস/এমএএইচ/এএসএম