অজ্ঞান পার্টির খপ্পরে উপ-সচিব দিলীপ কুমার, ঢামেকে ভর্তি

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫) ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত ৩টার দিকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

তেজগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকাহরী মধু এ বিষয়ে জানান, আমরা টহল ডিউটিতে ছিলাম। হামজা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে চিটাগাং থেকে ঢাকায় ফেরার পথে অজ্ঞাত কোনো এক ব্যক্তি তাকে কিছু খাইয়ে অচেতন করে। ওই বাসের সুপারভাইজার পারভেজ আমাদের জানালে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তাকে সেখানে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তিনি বেড়ানোর জন্য গিয়েছিলেন। তিার বাসা মিরপুর টোলারবাগ এলাকায়।

কাজী আল-আমিন/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।