ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন মঙ্গলবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২ এএম, ৩০ ডিসেম্বর ২০২৪
 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 
সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সূত্র এই তথ্য জানিয়েছে। ভোট গ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত।

সূত্রটি জানায়, ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন এম এ বাতেন ও মো. ওয়ারেছ আলি। কার্যকরী সভাপতি পদে নির্বাচন করবেন আক্তারুজ্জামান বাবুল ও মোয়াজ্জেম হোসেন সরদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মো. সাইফুল আলম ও আল আমিন খান জয়। দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন কাজী মো. জুবায়ের মাসুদ ও মহসিন মিয়া। কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন এ এস এম আহম্মেদ খোকন ও আবুল খায়ের।
 
এ নির্বাচনে সব কাউন্সিলরকে সমিতির কার্যালয়ে ভোটদানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফয়জুল ইউসুফ চৌধুরী।
 
 
এমএমএ/এসআইটি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।