অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়নি: উপ-প্রেস সচিব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কথা বলছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার

সচিবালয়ে প্রবেশের অ্যাক্রিডিটেশন কোনো কার্ড বাতিল করা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত নতুন কার্ড ইস্যু না করা হচ্ছে ততক্ষণ এ কার্ডের বৈধতা থাকবে।

রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

উপ-প্রেস সচিব বলেন, সরকার অ্যাক্রিডিটেশন কার্ড রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সময় তথ্য মন্ত্রণালয় থেকে মোট ৭ হাজার ৮৬৬টি কার্ড ইস্যু করা হয়েছে। এই কার্ডগুলোর মধ্যে আওয়ামী সরকার বিভিন্ন অজুহাতে এখন পর্যন্ত ৪ হাজার ৯০০ কার্ড বাতিলও করেছে। বর্তমানে ২ হাজার ৯০০ কার্ড বৈধ হিসেবে তালিকাভুক্ত আছে।

তিনি বলেন, সরকার জানে না কারা এই কার্ড ব্যবহার করছে। তবে প্রকৃত সাংবাদিকের বাইরে অনেকেই কার্ড ব্যবহার করে লবিংসহ নানান ধরনের অপতৎপরতা চালায় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া যারা আসলে সাংবাদিক নন এমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর কাছেও রয়েছে এই কার্ড। সরকার এই কার্ডগুলো রিভিউ করে প্রকৃত সাংবাদিকদের হাতে তুলে দিতে চায়।

সাংবাদিকদের বাইরে কেউ যেন এ কার্ড ব্যবহার করে সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হুমকি হয়ে দেখা না দেয় সে জন্যই কার্ডগুলো রিভিউ করা হবে বলে জানান উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এমইউ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।