খেলাফত মজলিসের সমাবেশ শুরু
খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন উপলক্ষে সমাবেশ শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির অনুসারীরা অংশ নিয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, উদ্যানের পূর্বপাশে লেকঘেষা মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে। সম্মেলনে প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী অংশ নিয়েছেন।
অধিবেশন উদ্বোধন করে খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, আমি স্মরণ করছি ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের এবং ২০২৪ এর জুলাই গণঅভ্যর্থনের শহীদদের। জুলাই আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের সুস্থতা কামনা করছি।
আরও পড়ুন:
- ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ
- সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতের কোনো সুযোগ নেই: খেলাফত মজলিস
তিনি বলেন, গত ১৬ বছর ধরে যারা গুম খুন হত্যা ও গণতন্ত্রবিরোধী কাজ করেছে ছাত্র-জনতা তাদের হটিয়ে দিয়েছে। সামনে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করবো।
অধিবেশনে সভাপতিত্ব করছেন আমিরে মজলিশ মাওলানা আব্দুল বাছিত আজাদ। এছাড়া সমাবেশে জাতীয় নেতা, শিক্ষাবিদ, পেশাজীবী, অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্ররা অংশ নেবেন।
এনএস/এমআরএম/এমএস