রিজওয়ানা হাসান
অগ্নিকাণ্ডের ঘটনার পর ডিজিটালাইজেশনের সুফল তেমন পাচ্ছি না
অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা দেখলাম ডিজিটাল বাংলাদেশ-ডিজিটালাইজেশনের খুব সুফল কিন্তু কোনো মন্ত্রণালয়ই পাচ্ছি না।
তিনি বলেন, নামকা ওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যা বোঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা কিন্তু পাচ্ছি না।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
এমআইএইচএস/জেআইএম