জনতা-অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪
বলরাম পোদ্দার/ছবি সংগৃহীত

রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে কাকরাইলের বাসা থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাবেক এই ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম।

তিনি বলেন, বলরাম পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে। তাকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। এরই মধ্যে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বলরামের বিরুদ্ধে মামলার বিষয় তিনি বলেন, তার বিরুদ্ধে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এছাড়া রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় ছাত্র আন্দোলনের হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।