সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা
সচিবালয়ের এক নম্বর ভবনের সামনে সেনাবাহিনী বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ সময় সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
শুধুমাত্র সচিবালয়ের ৫ নম্বর গেট (প্রেসক্লাবের দিকে) দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একটি গেট দিয়ে প্রবেশ করতে দেওয়ায় গেটের সামনে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ সারি দেখা গেছে। ডিজিটাল পাসধারীরা শুধু এই গেট দিয়ে প্রবেশ করতে পারছেন।
এর আগে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টার জানিয়েছেন, সকাল ৮ টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণ এসেছে।
এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, নয় তলা বিশিষ্ট সচিবালয়ের ৭ নম্বর ভবনটি পূর্ব-পশ্চিমে বিস্তৃত। ভবনের দুই পাশ এবং অনেকটা মাঝখানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বাইরে আব্দুল গনি রোড থেকে দেখা যাচ্ছে, ভবনের একেবারে পশ্চিম পাশে ৮ এবং ৯ তলার কিছু অংশে আগুন লেগেছে। আবার মাঝখানে একইভাবে ৮ ও ৯ তালায় এবং পূর্ব পাশে সাত আট নয় তলার কিছু অংশ আগুনে পুড়েছে।
আরএমএম/এসআইটি/এএসএম