জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৬ ডিসেম্বর ২০২৪
জনবাণী পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিককে মারধর/ছবি-জাগো নিউজ

রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকা অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. শফিকুল ইসলাম (৪০) সম্পাদক, মো. বশির (৩৫) বিশেষ প্রতিনিধি, মো. আতোয়ার হোসেন (৪০) অনলাইন এডিটর ও রাজু আহমেদ (৪৭) ব্যবস্থাপনা সম্পাদক। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বশির বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাংলামোটর মোড়ে দৈনিক জনবাণী অফিসে না পেয়ে রাস্তায় এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ২০-২৫ জনের একটি দল আমাদের ওপরে হামলা চালায়। পরে আমাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের সবার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে। কী কারণে আমাদের ওপর হামলা চালিয়েছে এ বিষয়ে কিছুই জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলামোটর থেকে চার সাংবাদিক আহত হয়ে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মাথা, হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।