চলতি বছরে আমদানি সম্ভব নয় ৩৪০ এসি বাস
চলতি অর্থবছরে (২০২৪-২৫) কোরিয়া থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য ৩৪০টি সিএনজিচালিত এসি বাস কেনার পরিকল্পনা ছিল। এছাড়া ভবিষ্যতে এ বাসগুলো মেরামতের জন্য প্রায় ১৫ শতাংশ যন্ত্রাংশও আনার পরিকল্পনা ছিল। কিন্তু চলতি অর্থবছরে বাসগুলো কেনা সম্ভব হবে না। ফলে ৭০০ কোটি টাকাও খরচ সম্ভব নয় বলে পরিকল্পনা কমিশনকে জানায় বিআরটিসি। সম্প্রতি পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
বিআরটিসি পরিকল্পনা কমিশনে জানায়, একতলা এসি বাস সংগ্রহ প্রকল্পের আওতায় ৩৪০টি বাস (১৪০টি সিটি ও ২০০টি ইন্টার সিটি) ক্রয়ের লক্ষ্যে যথাসময়ে দরপত্র আহ্বান করা হয়নি বিধায় সরবরাহকারী নিয়োগ করা সম্ভব হবে না। তাই অর্থবছরের অবশিষ্ট সময়ে গাড়ি আমদানি করা সম্ভব হবে না। ফলে আমদানি শুল্ক ও ভ্যাট বাবদ জিওবি খাতে বরাদ্দকৃত ৩০০.০০ কোটি টাকা এবং প্রকল্প ঋণ খাতে ৪০০.০০ কোটি টাকা ব্যয় করা সম্ভব হবে না। এই অর্থবছরে বাস কেনাও সম্ভব নয়। তবে প্রকল্পে নিয়োগকৃত পরামর্শকের বিল পরিশোধ এবং আনুষঙ্গিক কার্যক্রমের জন্য জিওবি খাতে ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ খাতে ২ কোটি ৪০ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা দরকার।
এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বিআরটিসি। এজন্য ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১৩৩ কোটি ৪৬ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৩০৮ কোটি ৮৩ লাখ টাকা এবং কোরিয়া থেকে ৮২৮ কোটি ৬৩ লাখ টাকা ঋণ পাওয়ার কথা। প্রকল্পটি চলতি বছরের জুন থেকে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
এমওএস/জেডএইচ/