শৃঙ্খলা ফেরাতে ফুটপাত পরিদর্শনে খোদা বকশ ও আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ এএম, ২৬ ডিসেম্বর ২০২৪

শৃঙ্খলা ফেরাতে ফুটপাত পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট ও ইন্দিরা রোডের বেশ কয়েকটি ফুটপাত পরিদর্শন করেন তারা।

পরিদর্শনের সময় তারা ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের মতামত শোনেন এবং কীভাবে পথচারীর স্বার্থ বজায় রেখে সমন্বিত প্রচেষ্টায় ফুটপাতে শৃঙ্খলা রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

এসময় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।