হজযাত্রী নিবন্ধন

বৃহস্পতিবার অফিস সময়ের পরও ব্যাংক খোলা চায় ধর্ম মন্ত্রণালয় 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

আগামী বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের শেষদিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অফিস সময়ের পরও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের শাখা খোলা চায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের হজের নিবন্ধন কার্যক্রম ২৬ ডিসেম্বর শেষ হবে। হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমাদানের স্বার্থে ২৬ ডিসেম্বর সারাদেশে হজের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের শাখা অফিস সময়ের পরও খোলা রাখা প্রয়োজন।

আরও পড়ুন

বর্ণিতাবস্থায় ২৬ ডিসেম্বর সারাদেশে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলোকে অফিস সময়ের পরও যতক্ষণ অর্থ জমাদানকারী থাকেন ততক্ষণ পর্যন্ত হজের নিবন্ধনের অর্থ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

আরএমএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।