শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: শফিকুল আলম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া জোরালোভাবে চলছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, রুলস অব ল মানতে হলে অর্থাৎ আইনগত প্রক্রিয়া অনুসরণের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় দিতে হবে। ইচ্ছা করলেই আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বাংলাদেশে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ এগিয়ে চলেছে।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন‌।

তিনি বলেন, আমরা বারবার বলেছি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই। গতকাল ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছেন। শেখ হাসিনা দ্রুত (সুনার) অর পরে (লেটার) ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন আশাবাদ ব্যক্ত করে শফিকুল আলম আরও বলেন, আমরা দেখেছি যে তার অপরাধগুলো ভয়াবহ। গত ১৫ বছরে যে ভয়াবহ অপরাধগুলো হয়েছে তা চিন্তা করা যায় না। পুরো পৃথিবী এখন ঘুম থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ধরনের ছিল।

গুম কমিশনের রিপোর্ট থেকে আমরা জেনেছি গত ১৫ বছরে সাড়ে তিন হাজারের বেশি মানুষ গুম হয়েছেন। হাজার হাজার লোক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ‌। জুলাই আগস্টে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন বিগত সরকারের আমলে তাদের ৫০ থেকে ৬০ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ওই সময় মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।