কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উত্তরখান থেকে উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
উদ্ধার হওয়া নবজাতক মায়ের কোলে

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে উত্তরখান থেকে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত হাসিনা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ভুক্তভোগী বৃষ্টি আক্তার (২৪) তার নবজাতককে ফিরে পেতে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, ভুক্তভোগী বৃষ্টি আক্তার কিশোরগঞ্জের নিকলি এলাকার বাসিন্দা। তিনি তৃতীয় সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর তার প্রসব ব্যথা উঠলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং রাত ১০টায় একটি পুত্র সন্তান প্রসব করেন।

পরে ২০ ডিসেম্বর সকালে বৃষ্টি আক্তার তার পাশের বেডে রোগী দাবি করা এক নারীর কাছে নবজাতক শিশুটিকে রেখে তার মায়ের সঙ্গে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে পাশের বেডের রোগীসহ নবজাতক শিশুটিকে সেখানে খুঁজে পাননি। সোমবার রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে নবজাতক চুরির সঙ্গে জড়িত হাসিনা বেগমকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় চুরি হওয়া নবজাতককে।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।