ঢাকায় ১৬ ছিনতাইকারী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রতীকী ছবি

সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে রাজধানী ঢাকায়। ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ১৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পেশাদার ১৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

টিটি/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।