স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নাসিমুল গনি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন ড. নাসিমুল গনি। রোববার (২২ ডিসেম্বর) তাকে এই পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ড. নাসিমুল গনি বর্তমানে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন গত ১০ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিয়োগ পান।

আরএমএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।