চট্টগ্রামে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে ধর্ষণ মামলায় মো. মঞ্জু (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) ভোররাতে চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মঞ্জু ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন চাচরা গ্রামের নুরুজ্জামানের ছেলে। বর্তমানে নগরীর চকবাজার থানাধীন বাদুরতলা ইউনুচ কলোনিতে বসবাস করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, ধর্ষণ মামলার আসামি মো. মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম