চট্টগ্রামে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় অন্তর সরকার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর সরকার রাজধানীর শান্তিনগর এলাকার অপু সরকারের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী মোটরসাইকেলটি লবণবাহী গাড়ির পানিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় অন্তর ছিটকে পড়লে অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমডিআইএইচ/এসআর