মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে বিকেল ৫টার দিকে নিউরোসার্জারি বিভাগের ১০০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতকে নিয়ে আসা বাপ্পী নামের এক পথচারী জানান, দুপুরের দিকে ওই যুবক মগবাজার রেলগেট এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে নিউরোসার্জারি বিভাগের ১০০ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

নিহতের চাচাতো ভাই শরিফুল বলেন, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি।

আপন মিয়ার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হাজিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ গোলাম মোস্তফার সন্তান। আপন মিয়া মগবাজারের নয়াটোলা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

কাজী আল আমীন/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।