ঢাকায় হোটেল থেকে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

রাজধানী ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার এক আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৩) নামের এক সৌদি প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামের এক আবাসিক হোটেলের ৫ম তলার এক কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, জানতে পেরেছি নিহত ওই যুবক সৌদি প্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে দেশে ফেরেন। গত ১৮ ডিসেম্বর তার প্রেমিকাকে নিয়ে এই হোটেলে ওঠেন। এরপর তাদের মধ্যে মনোমালিন্য হলে তার প্রেমিকা সেখান থেকে চলে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত আরাফাত ইসলাম মাদারীপুরের শিবচরের জাদুয়ারচর গ্রামের জয়নাল মুন্সির সন্তান। তবে তাদের পরিবার রাজধানীর দক্ষিণ গোড়ানে বসবাস করে।

কাজী আল-আমিন/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।