দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাম্বাসেডরস ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বড় অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ প্রোগ্রামের আওতায় ২৫ হাজার থেকে পাঁচ লাখ ডলার পর্যন্ত অর্থায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত এ বিষয়ক ‘তথ্য অধিবেশন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রোগ্রামের দায়িত্বরত কর্মকর্তা ও দূতাবাসের কর্মকর্তারা এসব তথ্য তুলে ধরেন। এতে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী বাংলাদেশের বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।
অধিবেশনটি পরিচালনা করেন মার্কিন দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক বিশেষজ্ঞ ফারোহা সুহরাওয়ার্দী ও জনসংযোগ বিষয়ক বিশেষজ্ঞ জোনাথন গোমেজ। তারা ‘এএফসিপি ২০২৫’ প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া ও অনুদান পাওয়ার সুযোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এএফসিপি একটি বার্ষিক প্রোগ্রাম, যা বিশ্বের বিভিন্ন দেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহায়তা দিয়ে থাকে। বিশেষ করে ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক সাইট, পাণ্ডুলিপি, জাদুঘর সংগ্রহ এবং আদিবাসী ভাষা ও কারুশিল্পের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিব্যক্তি। এ প্রোগ্রামের অধীনে ২৫ হাজার থেকে পাঁচ লাখ মার্কিন ডলার পর্যন্ত অনুদান দেওয়া হয়, যা সাংস্কৃতিক সম্পদের সংরক্ষণ, পুনঃস্থাপন এবং এ বিষয়ক প্রকল্পে ব্যয় করা হয়।
অধিবেশনে ফারোহা সুহরাওয়ার্দী বলেন, এএফসিপি প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য সহায়তা দিয়ে থাকে, যা কেবল স্থানীয় সম্প্রদায়ের পরিচয় গঠনে সহায়ক নয় বরং বৈশ্বিক ইতিহাসের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি অংশগ্রহণকারীদের ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধ ও ঐতিহ্যবাহী প্রথাগুলো সংরক্ষণের জন্য অনুদান আবেদন করতে উৎসাহিত করেন। বিশেষ করে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশগত বিপদ বা নগরায়ণের ফলে হুমকির সম্মুখীন।
অধিবেশন শেষে জানানো হয়, প্রোগ্রাম থেকে অনুদান পেতে কনসেপ্ট নোট (ধারণাপত্র) জমা দেওয়ার জন্য শেষ সময়সীমা ১৪ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট।
নির্বাচিত আবেদনকারীদের আগামী বছরের মার্চ মাসে পূর্ণ প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগ্রহী আবেদনকারীরা ই-মেইলে কনসেপ্ট নোট জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আগ্রহীদের [email protected]এই ই-মেইলে কনসেপ্ট নোট পাঠাতে হবে।
এএফসিপি ২০২৫ গ্রান্টস প্রোগ্রামের জন্য আবেদনকারী সংস্থাগুলোর জন্য আরও বিস্তারিত তথ্য এবং নির্দেশিকা মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের মাধ্যমে পাওয়া যাবে।
এএএইচ/এমআইএইচএস