উপজেলার ডিজিটাল মানচিত্র প্রণয়ন শীর্ষক প্রকল্পের সেমিনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৪

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তরে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের উপজেলাগুলোর ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজশাহীর গ্র্যান্ড রিভার হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম।

সেমিনারের প্রধান অতিথি খোন্দকার আজিম আহমেদ তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে সংঘটিত গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদ এবং ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বাধীনতা লাভের পর বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে ১৯৭৬ সালে স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী থানা পরিষদ গঠিত হয়। ১৯৮২ সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়। উপজেলা হলো বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ একক।

এই প্রকল্পের মাধ্যমে সমগ্র দেশের সব উপজেলার টপোগ্রাফিক মানচিত্রের ভৌগোলিক তথ্য উপাত্ত সংগ্রহ করে জিআইএস ডাটাবেজ এবং ডিজিটাল টপোগ্রাফিক মানচিত্র প্রস্তুত করা হচ্ছে যা দেশের টেকসই উন্নয়ন এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য। প্রস্তুতকৃত ম্যাপ ও ভূ-স্থানিক তথ্য-উপাত্ত ব্যবহার করে যে কোনো স্থানের সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়নকে ত্বরান্বিত করা যাবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এ সংস্থাটি তার নিজস্ব কারিগরিভাবে দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটিকে সফল ও অর্থবহ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রকল্পের মাধ্যমে প্রস্তুতকৃত তথ্য-উপাত্তগুলো নগর পরিকল্পনা, পরিবেশ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবহণ ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। তিনি স্থানীয় প্রশাসনকে এ প্রকল্পের তথ্য-উপাত্ত সংগ্রহ করে কর্মক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান তার বক্তব্যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে জিআইএস ডেটাবেজ ও ডিজিটাল মানচিত্র খুবই গুরুত্ব বহন করবে বলে অভিমত প্রকাশ করেন।

জরিপের উপ পরিচালক মো. শফিকুর রহমান তার স্বাগত বক্তব্যে প্রকল্পের পরিচতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিশদভাবে উপস্থাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রস্তুতকৃত ম্যাপ ব্যবহার করে কোনো স্থানের সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও জিওইনফরমেশন তথ্য-উপাত্ত ব্যবহার করে সংস্থাগুলো সঠিক তথ্য-উপাত্ত সমৃদ্ধ জিআইএস ভিত্তিক ডাটাবেজের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারবে।

টিটি/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।