কামরাঙ্গীরচরে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪

ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। দিনব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা বাবার দোয়া অ্যালুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। এসময় সাতটি অবৈধ গ্যাস বার্নারসহ তিনটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইনের উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া ২৪০ ফুট এমএস পাইপ, সাতটি বার্নার, একটি কমপ্রেসর মেশিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং এক সেট আরএমএস জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক কোনো দণ্ড দেওয়া যায়নি। এছাড়া অভিযানের পর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সংশ্লিষ্ট ব্যবস্থাপক নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।