যারা বিদেশে আন্দোলন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যারা জেল-জুলুম না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আন্দোলন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা। দেশে যখন নেট বন্ধ, আমরা কেউই আন্দোলন করতে পারছি না। এদিক দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, সেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা আন্দোলন করে আন্তর্জাতিক মহলে তারা দেশের পরিস্থিতি তুলে ধরেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রবাসী দিবস-২০২৪ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এবার প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার স্লোগান সামনে রেখে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিভিন্ন দেশের মিশনেও আওয়ামী স্বৈরাচাররা প্রবাসীদের সঠিক সেবা দেয়নি। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা পাসপোর্টের জটিলতা প্রায়ই ভোগেন। আমি বেশ কয়েকবার অভিযোগ পেয়েছি। প্রবাসীদের এসব সেবার বিলম্ব যেন না ঘটে আমি আহ্বান জানাই।
প্রবাসীদের ভোটাধিকার চেয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটা সুস্পষ্ট রূপরেখা চাই। নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের দাবি। আমরা চাই প্রবাসীরা যেন ভোটাধিকার পাক। এজন্য সরকার কাজ করবে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা।
আরএএস/এমআইএইচএস/এমএস