মিরপুরে জঙ্গী সদস্য গ্রেফতার
রাজধানীর মিরপুর-১ থেকে এক ‘জঙ্গি’ সদস্যকে গ্রেফতারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম টিম। গ্রেফতারকৃতের নাম মো. মনির আসলাম।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মাজার গেটের সামনে থেকে ডিবি উত্তর তাকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মনির ৭১ টিভির অপরাধ বিটের একজন নারী স্টাফ রিপোর্টারকে নিয়ে ফেইসবুকে তার নাম, মোবাইল নং ও কর্মস্থলের উদ্ধৃতি ও ছবি দিয়ে আপত্তিকর লেখা পোস্ট করেছিল। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার ফেইসবুক অ্যাকাউন্ট চেক করে দেখা যায় সে দীর্ঘদিন থেকে World Change Program by Truth and Devine Law (WPC) এর প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে দাবী করে ইসলাম ধর্মের নামে চরম ধর্মীয় উগ্রপন্থী মন্তব্য প্রচার করতো।
এছাড়া সে প্রধানমন্ত্রীসহ অনেক জাতীয় নেতা-নেত্রীর ব্যাঙ্গাত্মক ছবির ক্যাপশনে কুরুচিপূর্ন বক্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চালাতো বলে জানানো হয়।
মনির আসলামের বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে।
এআর/এমএমজেড/এএইচ/এমএস