সেনাবাহিনীর বার্ষিক প্রশিক্ষণ শুরু ১৭ ডিসেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫০ এএম, ১৭ ডিসেম্বর ২০২৪
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

সেনাবাহিনীর বার্ষিক যৌথ প্রশিক্ষণ শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি প্রশিক্ষণ বছর শেষে ডিসেম্বর-জানুয়ারি মাসে বিভিন্ন ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় বার্ষিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করে থাকে।

এরই ধারাবাহিকতায় চলতি প্রশিক্ষণ বছর শেষে ১৭ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ডিভিশনগুলোতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বার্ষিক যৌথ প্রশিক্ষণ অনুশীলন করবে।

এই বার্ষিক যৌথ প্রশিক্ষণ বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।