শহীদ মিনারে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ও বাঁধনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন উপ-পরিচালক আশরাফুল আলম, সহকারী পরিচালক সাবরিনা হক।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডা. আব্দুল আহাদের স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের এই দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশের (ইউমব) মুখপাত্র ডা. মোবারক হোসাইন, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজের সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, সহ-সভাপতি জারীন মুসরাত লাম-ইয়া, বাঁধন ঢাকা সিটি জোনের সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন, তেজগাঁও কলেজ ইউনিটের সভাপতি মো. সোহেল রানা।

এএএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।