পটিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের পটিয়ায় মো. সাইফুল্লাহ পলাশ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) ভোররাতে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল ৮নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পলাশ পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে। পলাশ পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা গুলিবর্ষণের অভিযোগ রয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আওয়ামী লীগ নেতা সাইফুল্লাহ পলাশ গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে। ওই মামলা বাদেও তার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে সোমবার আদালতে হাজির করা হয় বলে জানান ওসি।

এমডিআইএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।