বিজয় দিবসে পোলাও-মাংস ছাড়াও কোমলপানীয় পাবেন কারাবন্দিরা
মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারগুলোতেও বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারে বন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার।
ঢাকা বিভাগের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির জানান, ১৬ ডিসেম্বর বন্দিরা দুপুরে ও সকালে বিজয় দিবস উপলক্ষে খাবেন বিশেষ খাবার। রাতে থাকবে প্রতিদিনের মতো সাধারণ খাবার।
- আরও পড়ুন
বিজয়ের ৫৩ বছরেও ‘অপূর্ণতা’
বিশেষ খাবারের মধ্যে রয়েছে সকালে খিচুড়ি ও ডিম, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডাল ভুনা, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবার-সাদা ভাত, আলুর দম, মাছ ভাজা।
ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।
এদিকে গত ১২ ডিসেম্বর কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, ১৬ ডিসেম্বর উপলক্ষে বন্দিদের উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে বরাদ্দ ও নিয়মিত বরাদ্দ জনপ্রতি ১৫০ টাকা ব্যয় যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় নোটিশে।
টিটি/এমআরএম/জেআইএম