চট্টগ্রামে অপহৃত কিশোরী চাঁদপুরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪
মাহমুদুল ইসলাম মিরাজ নামে এক তরুণ গ্রেফতার

চট্টগ্রাম থেকে অপহৃত ১৪ বছর বয়সী এক কিশোরীকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে চাদঁপুর জেলার শাহরাস্তি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অপহরণকারী মাহমুদুল ইসলাম মিরাজকে (২০) গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। গ্রেফতার মিরাজ চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন খেরিহার দফাদার বাড়ির আবদুস সাত্তারের ছেলে। সে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি ল্যাবরেটরি স্কুলের সামনে সামনে খাবারের হোটেলের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে চাঁদপুরের শাহরাস্তি থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছে। পাশাপাশি গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।

এমডিআইএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।