চট্টগ্রামে বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ইকবাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২১ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের একাধিক মামলার আসামি বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজি মো. ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে নগরীর বন্দর থানাধীন ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে। এলাকায় তিনি হাজি ইকবাল নামে পরিচিত।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাজী মো. ইকবালকে ভোরে গ্রেফতার করা হয়েছে। বন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে বন্দর থানায় দুটি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।

জানা গেছে, হাজি ইকবালের বিরুদ্ধে নগরীর বন্দর ইপিজেড বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে যুবলীগকর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলারও প্রধান আসামি তিনি। এছাড়াও ২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলে আলোচনায় আসেন হাজী ইকবাল।

এমডিআইএইচ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।