পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় স্বাস্থ্য উপদেষ্টার অফিসকক্ষে উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তারা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন>>>

এসময় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ মারুফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এএএম/এসআইটি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।