পূর্ব তিমুরের সঙ্গে ভিসা অব্যাহতিসহ দুই বিষয়ে সমঝোতা সই
কূটনৈতিক এবং সরকারি বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসহ দুই বিষয়ে পূর্ব তিমুরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সমঝোতা সই হয়।
দুই দেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ চক্র (বিসিএম) প্রতিষ্ঠার জন্যও সমঝোতা সই হয়েছে।
তিন দিনের সফরে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
এমইউ/বিএ/জিকেএস